ভেড়ামারা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৭:৩৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভেড়ামারা মধ্যবাজারে সরকারি গার্লস স্কুল সংলগ্ন মাংস বাজার এলাকায়।

শনিবার রাতে সম্মেলন শেষে বদরুজ্জামান বাদলকে সভাপতি, হাজী আনিচুজ্জামান আনিসকে সাধারণ সম্পাদক এবং শাহজাহান আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দেন প্রধান অতিথি ও ভেড়ামারা পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ।

ভেড়ামারা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু।

সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার-উল-আজিম বাবু, মো. ছানাউল্লাহ (ছানা), মনিরুল ইসলাম খান, মকলেছুর রহমান, আনোয়ারুল হক চুনু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ ও আন্দোলনের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

ইএইচ