হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:৩৩ পিএম

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।

আটককৃতরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

ডিসি রবিউল হাসান জানান, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে পেছন থেকে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনার সময় গাড়িতে তিনি উপস্থিত ছিলেন না, তবে চালক অক্ষত রয়েছেন।

হামলার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযানের নির্দেশ দেন। এরপর রাতেই অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

ডিসি আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ