নার্সিং শিক্ষার দুইটি কোর্সের ডিগ্রিকে সরকারি স্বীকৃতি প্রদান ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে যা ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে মাদারীপুর সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাদারীপুর জেলা শাখার সভাপতি সাব্বির আহসান, আনিকা রহমান, নাফিজ রেজা সিয়াম, দ্বীপজয় মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আমাদের কোর্সের ডিগ্রি এখনো সরকারি স্বীকৃতি পায়নি, ফলে কর্মক্ষেত্রে নানামুখী বৈষম্যের শিকার হতে হচ্ছে। অবিলম্বে আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করতে হবে।”
ইএইচ