পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে অসাবধানতা বসত বিদ্যুতের লাইন বন্ধ না করে তা গোছানোর সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম উপজেলার মাধবখালী ইউনিয়নের পশ্চিম চৈতা গ্রামের মৃত লাল শরীফ হাওলাদারের পুত্র।
জানা যায়, কয়েকদিন আগে শহিদুল ইসলাম নিজের বাড়ি (ভবন) নির্মাণের কাজ শুরু করেন। ঘটনার দিন তিনি নির্মাণাধীন বাড়ির কলমে পানি দেওয়ার জন্য ঘর থেকে বিদ্যুতের লাইন নিয়েছিলেন। পুকুর থেকে পানি দেওয়ার পর বিদ্যুতের লাইন বন্ধ না করেই তার (ক্যাবল) গোছানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পার্শ্ববর্তী খড়ের পালার উপর ছিটকে পড়েন। এ সময় তার ফুফু তাকে দেখতে পেয়ে ডাক চিৎকার করলে তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শহিদুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইএইচ