কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২৮ বোতল ভারতীয় মদসহ জাইদুল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
সোমবার উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাইদুল ইসলাম মির্জাপাড়া গ্রামের মো. মিজাল হোসেনের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মির্জাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে জাইদুল ইসলামের কাছ থেকে ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
ইএইচ