লক্ষ্মীপুরের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জুলফিকারকে (২৮) ১১ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৫ মে) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি দল।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তার হওয়া জুলফিকার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুনর কাশেম ভূঁইয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, ২০১৪ সালের ২১ মে রাতের কোনো এক সময় লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়। পরদিন বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চার দিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। জুলফিকার ছিলেন ওই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের একজন।
র্যাব বলছে, রায় ঘোষণার আগেই আত্মগোপনে চলে যান জুলফিকার। দীর্ঘ ১১ বছর ধরে বিভিন্ন এলাকায় অবস্থান বদল করে পলাতক ছিলেন তিনি। অবশেষে গতকাল রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিআরইউ