মাদারীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৩৫ পিএম

দেশব্যাপী দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত একযোগে অভিযানের অংশ হিসেবে মাদারীপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে জেলা দুদক টিম।

দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় বুধবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক কর্মকর্তারা বিআরটিএ কার্যালয়, প্রাকটিক্যাল পরীক্ষা মাঠ এবং অফিসের পেছনের বিভিন্ন কম্পিউটার দোকানে তল্লাশি চালান।

তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন এবং অফিসে সেবা নিতে আসা নাগরিকদের কাছ থেকে অভিযোগ ও মতামত নেন। এছাড়া পরীক্ষা দিতে আসা প্রার্থীদের সঙ্গেও কথা বলেন দুদক কর্মকর্তারা।

তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে দুদক কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, “প্রধান কার্যালয়ের নির্দেশে সারা দেশের বিআরটিএ কার্যালয়গুলোতে একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। মাদারীপুর বিআরটিএ অফিসের বিরুদ্ধে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এসব পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পেলে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।”

উল্লেখ্য, বিআরটিএ অফিস ঘিরে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। দুদকের এ ধরনের অভিযান এসব দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

ইএইচ