সেতুর সংযোগ সড়কে প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচলের দাবি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:৩৩ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনকারী তিস্তা নদীর ওপর নির্মিত ‘গঙ্গাচড়া (মহিপুর) সেতু’ দিয়ে ভারী যান চলাচল বন্ধের প্রতিবাদে সংযোগ সড়কে বসানো ‘ব্যারিকেড’ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সেতুর সংযোগ সড়কের কাকিনা প্রান্তে যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি ও লালমনিরহাট জেলা বাস-ট্রাক মালিক সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাপ হোসেন, কাকিনা ইউনিয়ন যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবু, ব্যবসায়ী তাজ উদ্দিন, কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল হক, সদস্য সচিব ও কাকিনা ইউপি সদস্য তুহিনুর রহমান তুহিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের স্থাপিত প্রতিবন্ধকতার কারণে সেতুর ওপর দিয়ে বাস-ট্রাক চলাচল করতে পারছে না। ফলে বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ও যাত্রী চলাচলে প্রায় ৫০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে সময় ও খরচ। দ্রুত সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে সবার জন্য সেতু ব্যবহারের সুযোগ করে দেওয়ার দাবি জানান বক্তারা।

ইএইচ