জয়পুরহাটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৭:০৯ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের তত্ত্বাবধানে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে জয়পুরহাট শহরের সিআরডি সুইমিং পুলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, সিআরডি সুইমিং পুলের পরিচালক ডা. মনিরুজ্জামান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।

প্রশিক্ষণে ৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ৪০ জনকে বাছাই করে চূড়ান্তভাবে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হবে।

ইএইচ