খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৭৯ ভারতীয় মুসলিম পুশ ইন, বিজিবির হাতে আটক

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৭:৩৪ পিএম

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার প্রেক্ষাপটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদের পুশ ইন করছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার ভোর থেকে খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অন্তত ৭৯ জন ভারতীয় মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা গুজরাট রাজ্য থেকে এসেছে এবং পূর্বপুরুষদের বাংলাদেশি নাগরিক দাবি করে সীমান্ত পেরিয়েছে। খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বেলছড়ি ও শান্তিপুর বিওপি সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং বিওপি দিয়ে ২২ জন এবং রুপসেনপাড়া বিওপি দিয়ে ৩০ জন ভারতীয় মুসলিম প্রবেশ করে। স্থানীয়দের নজরে আসার পর বিজিবি তাদের আটক করে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সীমান্তের খেদাছড়া, যামিনীপাড়া, পানছড়ি ও খাগড়াছড়ি অংশ দিয়ে আরও বড় পরিসরে পুশ ইন পরিকল্পনা রয়েছে। গুজরাট রাজ্য থেকে আনুমানিক ৪০০–৫০০ ভারতীয় মুসলিম নাগরিককে বিমানযোগে ত্রিপুরায় এনে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী এই অপ্রত্যাশিত পরিস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাজনিত শঙ্কা সৃষ্টি করেছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, "এ পর্যন্ত ৭৯ জন ভারতীয় নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বিজিবি, স্থানীয় প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। দ্রুত তাদের পুশব্যাকের উদ্যোগ নেওয়া হচ্ছে।"

ইএইচ