বিভিন্ন অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগে রাঙামাটি জেলা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে দুদকের রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করা হয় এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগ গ্রহণ ও যাচাই করা হয়।
দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন জানান, “বিভিন্ন অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।”
তিনি আরও জানান, সেবাগ্রহীতাদের ন্যায্য সেবা নিশ্চিত করতে এবং দুর্নীতি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
ইএইচ