জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চেক বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৬:৩১ পিএম

মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে প্রথম পর্যায়ে ৯২ জনকে এক লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ এবং ওসমানি মেডিকেল কলেজ, সিলেটের শিক্ষার্থী সমন্বয়কারী ও গণঅভ্যুত্থান বিষয়ক সেলের প্রতিনিধি আলী আব্বাস শাহিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যাদের নাম যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং গেজেটভুক্ত করা হয়েছে, তাদেরই এ অনুদান দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আরও কয়েকজনের তালিকা পাঠানো হয়েছে। আশা করছি, তারা গেজেটভুক্ত হলে তারাও সম্মাননা ও অনুদান পাবেন।”

অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন সম্মাননা প্রদান, যেখানে উপস্থিত সকলে জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইএইচ