গণঅভ্যুত্থানে বরিশালে আহত ৩৫ জনকে আর্থিক সহায়তা

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৭:২১ পিএম

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় নদী ভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় তিনি আহত ৩৫ শিক্ষার্থীর মাঝে ১ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করেন।

এর আগে, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পানি উন্নয়ন বিভাগের আওতাধীন সাদেকপুর ও তদসংলগ্ন তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে রক্ষা করার লক্ষ্যে কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেন্দিগঞ্জ উপজেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং জুলাই-আগস্টের ছাত্র প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের মানুষ।

অতিথিরা মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য চেক বিতরণ করেন।

ইএইচ