রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় গোয়ালন্দ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুব অধিকার পরিষদ, খেলাফত মজলিস ও ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন—ইসলামী ছাত্রশিবির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সাদমান হোসেন আবির, সেক্রেটারি তৌফিক ওমর আবিদ, এনসিপি প্রতিনিধি রাকিব হোসেন, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলার সভাপতি রেজা মাহমুদ, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মৃধা, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাগর শেখ, খেলাফত মজলিসের প্রতিনিধি আবু হামজা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফাহাদ হোসেন ও আকিব সরদার প্রমুখ।
বক্তারা বলেন, “গুম, খুন ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা দেশের গণতন্ত্র ও মানবাধিকারের ওপর বারবার আঘাত করেছে।” বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তালবাহানা না করে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান জানান।
সমাবেশ থেকে `আওয়ামী লীগ নিষিদ্ধ করো`, `গণহত্যার বিচার চাই`, `গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চাই`—ইত্যাদি বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
ইএইচ