জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং জীবনের মূল চালিকাশক্তি। একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজন মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা। আমাদের সামনে বসে থাকা এই সোনামণিরাই দেশের ভবিষ্যৎ। ওরা যত বেশি যোগ্য হবে, দেশ তত উন্নত হবে। তাই দেশের স্বার্থে তাদের মধ্যে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং সহশিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “পাঠ্যবইয়ের বাইরে চিন্তা করার সুযোগ শিশুর মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক। বিভিন্ন প্রতিযোগিতা—যেমন রচনা, চিত্রাঙ্কন, কুইজ ও বিতর্ক—তাদের আত্মবিশ্বাস বাড়ায় ও প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়।”
অনুষ্ঠানটি বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন-
১ম সুবহা সাজিদ (উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)
২য় মুনজেরিন (বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়)
৩য় রমজানুল মোবারক (একই বিদ্যালয়)
সুন্দর হাতের লেখায়
১ম মালিহা (উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)
২য় ফাইজা ইসলাম (বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়)
৩য় অদ্রিজ বৈদ্য কাব্য
সংগীত প্রতিযোগিতায়
১ম অনুশ্রী (বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়)
২য় তিতিক্ষা সেন
৩য় নিক্কী রানী
পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা হীরামন বৈদ্য, মো. মনিরুল ইসলাম, আবুল বাশার, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুননাহার ও আবদুর রহমান নান্নু প্রমুখ।
ইএইচ