ঔষধের দাম ও চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৩:৩২ পিএম

ঔষধের লাগামহীন মূল্যবৃদ্ধি ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা।

রোববার (১১ মে) সকালে শহরের কলেজ মোড় এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ নিম্ন বা নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির। রোগে আক্রান্ত হলে তাদের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে।

সংগঠনের জেলা সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, ‘ঔষধের দাম, চিকিৎসকদের ভিজিট ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর টেস্ট ফি প্রতিনিয়ত বাড়ছে। সাধারণ মানুষের ওপর এই চাপ সহনশীল নয়।’ তিনি চিকিৎসকদের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা ফি নির্ধারণের নীতিমালা প্রণয়ন এবং দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপির জেলা সদস্য সচিব কে এম জাহিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চিকিৎসা কোনো পণ্যে রূপান্তরিত হতে পারে না। এটি মানবিক দায়িত্ব। দ্রুত পদক্ষেপ না নিলে জনগণের স্বাস্থ্যসেবা আরও সংকটে পড়বে।

বিআরইউ