রোগীর ভিড়, সংকট সামলাতে হিমশিম, তবু চিকিৎসা সেবা দিতে চান তাঁরা। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে নানা অব্যবস্থাপনা, অপ্রতুল ওষুধ-সরঞ্জাম, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, আর হাসপাতালের চারপাশে সক্রিয় দালালচক্র। এসব অভিযোগ তুলে মানবিক দায়বদ্ধতা থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শতাধিক মিডল লেভেল চিকিৎসক এবার সরব হয়েছেন।
শনিবার (১০ মে) হাসপাতালের কনফারেন্স হলে পরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন চিকিৎসকেরা। উপস্থিত ছিলেন— হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌস, উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকী ও সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
সভায় চিকিৎসকেরা বলেন, রোগীর চাপে প্রতিদিনই চরম বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। কিন্তু পর্যাপ্ত ওষুধ, সরঞ্জাম ও সহায়ক জনবল না থাকায় সেবার মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং দালালচক্র নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ জানান চিকিৎসকেরা।
চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন— ডা. শাদাব ইবনে শরাফত সনিন, ডা. বেনজীর আহমেদ জিকন, ডা. ইফতেখার হায়দার অনি, ডা. আরিফ মাহবুবসহ অনেকে। তাঁরা বলেন, রোগীকে মানবিক সেবা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতিকূল পরিবেশ ও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় এই প্রতিশ্রুতি বাস্তবায়ন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
সভায় একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় হাসপাতাল প্রশাসনের কাছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন রোগী দেখার বাস্তবতা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।
চিকিৎসকদের এই পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, এটি প্রমাণ করে এখনো এমন চিকিৎসক আছেন, যাঁরা সেবাকে পেশা নয়, দায়িত্ব ও মানবিক দায়বদ্ধতা হিসেবে দেখেন।
বিআরইউ