তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

তানোর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৬:২১ পিএম

রাজশাহীর তানোরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার বাঁধাইড় ইউনিয়নের শিবরামপুর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা এবং আলমগীর হোসেনের ছেলে।

বুধবার সকালে ধান কাটতে গিয়ে সাপের কামড়ের শিকার হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। 

তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, সকাল ১১টার দিকে শিবরামপুর পশ্চিম পাড়ার ধানক্ষেতে ধান কাটতে যান ইসমাইল হোসেন। এ সময় জমিতে থাকা একটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

ইএইচ