সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৫, ০১:৩৮ পিএম

নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে টাঙ্গাইলের সখীপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রোববার রাত ৯টায় সখীপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নবাগত ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঞা সকল প্রকারের হয়রানি ছাড়াই নতুনভাবে পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার প্রতিটি মানুষের মাঝে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান। তিনি কথায় নয়, সেবাদানের মাধ্যমে উপজেলায় নতুন ইতিহাসের সূচনা করতে চান। বিশেষ করে মাদকের নীল ছোবল থেকে সকল মানুষকে রক্ষা করতে তিনি সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

থানাকে দালালমুক্ত করে প্রতিটি সেবা গ্রহীতার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান পরিণত করতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।

এ সময় পুরো দেশের সঙ্গে সখীপুরে পজিটিভ পুলিশি সেবা দানের কার্যক্রমের মাধ্যমে নতুন অধ্যায় রচনা করতে পুলিশের সঙ্গে সাংবাদিকরাও সারথি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ও মামুন হায়দারসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইএইচ