বিসিসির কর্মকর্তাদের সঙ্গে নারী ফোরামের মুক্ত আলোচনা

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৩:২৮ পিএম

বরিশালবাসীর কথা বিবেচনায় রেখে স্যানিটেশন খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নারী ফোরামের সদস্যদের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেনিং সেন্টারে নারী ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে মোট বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দের দাবি জানানো হয়।

পরে নারী ফোরামের সদস্যরা স্যানিটেশনসহ নগরীর অন্যান্য সমস্যার সমাধানে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনে একটি স্মারকলিপি প্রদান করেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিসিসির মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আহমেদ, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসক আলী, পানি শাখার সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন খান এবং উন্নয়ন সংস্থা ‘চন্দ্রদ্বীপ সোসাইটি’র নির্বাহী পরিচালক জাঙ্গনারা বেগম স্বপ্না। এছাড়া স্থানীয় সাংবাদিক, নারী নেত্রী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ইএইচ