তথ্যপ্রযুক্তি ও গণযোগাযোগ খাতে আধুনিকায়নের অংশ হিসেবে মাগুরায় গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক তথ্য কমপ্লেক্স।
“জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ৫ তলা ভীতবিশিষ্ট ৫ তলা ভবনটির নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
প্রকল্পটির জন্য নির্ধারিত ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৭০ টাকা। ঢাকার নিউ মার্কেট এলাকার ড. কুদরত-ই-খুদা রোডে অবস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান SI MBC JV এই নির্মাণকাজের দায়িত্বে রয়েছে।
প্রকল্পটির উদ্যোক্তা সংস্থা গণযোগাযোগ অধিদপ্তর, এবং এটি বাস্তবায়নে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে নির্মিতব্য এই কমপ্লেক্সটি প্রায় ৩৭,৫২৫ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি জেলার তথ্যসেবা খাতে একটি মাইলফলক হয়ে উঠবে।
ভবনের উল্লেখযোগ্য সুবিধাসমূহ হলো- CINE স্টোর, সাব-স্টেশন ও জেনারেটর কক্ষ, লিফট ও কার পার্কিং সুবিধা,
ডিজিটাল আর্কাইভ কক্ষ, মাল্টিপারপাস হল ও অফিস কক্ষ, ট্রেইনার্স রুম ও মিডিয়া কক্ষ, ভিডিও এডিটিং ও রেকর্ডিং স্টুডিও, তথ্য কর্মকর্তা ও সহকারী তথ্য কর্মকর্তার কক্ষ, সম্মেলন কক্ষ ও পাবলিসিটি সেকশন, রেস্ট হাউজ, লাইব্রেরি ও ডে কেয়ার সেন্টার, পুরুষ ও নারীদের জন্য পৃথক ওয়াশ ব্লক।
স্থানীয় বাসিন্দা ও তথ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই তথ্য কমপ্লেক্সটি চালু হলে মাগুরায় সরকারি তথ্য ও গণযোগাযোগ কার্যক্রমে গতি আসবে। জেলার নাগরিকদের তথ্যপ্রাপ্তি সহজ ও দ্রুততর হবে।
প্রকল্পটি নির্ধারিত সময় ও মান বজায় রেখে শেষ করতে সংশ্লিষ্ট সব পক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইএইচ