জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং দুটি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা আখতার চৌধুরী।
মঙ্গলবার বিকেল ৩টায় তিনি প্রথমে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “ভূমিসেবাপ্রত্যাশীদের যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” পাশাপাশি তিনি ভূমি অফিসের রেকর্ডরুমসহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি বাগজানা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে গ্রাম আদালতসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক, ইউপি সচিব আব্দুল মুমিন, ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ হিল সায়াদ, ইউপি সদস্য কাওছার আলী, খলিলুর রহমান খলিলসহ আরও অনেকে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বাগজানা ইউনিয়নের খোর্দ্দা মশগুল ও জীবনপুর আশ্রয়ন প্রকল্প দুটি পরিদর্শন করেন এবং বাসিন্দাদের খোঁজখবর নেন।
ইএইচ