মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৩:১৮ পিএম

কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই, শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকার বিনিময়ে মাদারীপুরে ১৬ জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। 

বুধবার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় মাদারীপুর পুলিশ লাইন্সে নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার নাঈমুল হাছান।

পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় অংশ নেন ১৪৫ জন পরীক্ষার্থী। 

এর মধ্যে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৫ জন। পরে যাচাই-বাছাই শেষে ৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রেখে ১৬ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ১৬ জনের সবাই দিনমজুর ও অটোরিকশাচালক পেশায় যুক্ত ছিলেন বলে জানা গেছে।

নিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, “শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা আজ এই অবস্থানে এসেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে আপনারাই হয়ে উঠবেন স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ পুলিশ সদস্য। আপনাদের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”

এ সময় প্রতিক্রিয়ায় কয়েকজন নবনিযুক্ত সদস্য আনন্দে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, মাদারীপুর জেলায় মোট ২৭৩টি পুলিশ কনস্টেবল পদের বিপরীতে প্রায় সাড়ে ৩ শতাধিক আবেদন জমা পড়ে বলে জানিয়েছে নিয়োগ কমিটির সদস্যরা।

ইএইচ