রাণীশংকৈলে গ্রাম আদালত পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৮:১৫ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুমিন রহমানের সভাপতিত্বে সভায় জেলা ম্যানেজার রুবি আক্তার, উপজেলা কোঅর্ডিনেটর রাশেদা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষণীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উপজেলা সমন্বয়কারী হিসেবে গ্রাম আদালত সক্রিয়করণ, ব্যবস্থাপনা ও দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পর্যালোচনা করা হয়। তুলনামূলকভাবে পিছিয়ে পড়া ইউনিয়নগুলোর চ্যালেঞ্জ ও করণীয় দিকসমূহও সভায় তুলে ধরা হয়।

পরিশেষে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুমিন রহমান বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কোঅর্ডিনেটর রাশেদা আক্তার।

ইএইচ