গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলের

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৬:০৫ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা ও তার ছেলে। 

শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–স্থানীয় মৃত তৈয়ব আলীর স্ত্রী কমলা বেওয়া (৫০) এবং তার ছেলে জামাল হোসেন (৩০)। জামাল হোসেন পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, একই ঘরে গরু রাখা এবং জামাল হোসেনের ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়া হতো। সকাল ৯টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাহিরে থাকা গরুটি ঘরে ঢোকার চেষ্টা করে এবং চার্জে থাকা অটোরিকশার স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গরুর ছটফটানি দেখে জামাল গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাড়িতে থাকা মা কমলা বেওয়া ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গোয়ালঘরে গিয়ে দেখেন, জামাল গরুর ওপর পড়ে আছে। তিনি ছেলের শরীর নেড়ে দেখার চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান।

জামালের চিৎকারে তার বোন ছুটে এসে ঘটনাটি দেখে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করতে গিয়ে সুইচের হাতল ভেঙে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশী শরিফুল ইসলাম ছুটে এসে বাঁশ দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে সবাই দেখতে পান, গরুসহ মা-ছেলে মারা গেছেন।

গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিন ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ