কুমিল্লায় মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির মানববন্ধন

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৭:২১ পিএম

ভিভো মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে অপেশাদার আচরণ ও প্রতারণার অভিযোগে কুমিল্লায় মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কুমিল্লা টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্যবসায়ী নেতা আব্দুর রহমান, তৌহিদ উজ জামান, মাহবুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে মোবাইল ফোন ব্যবসায়ীরা কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার এবং অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এতে কুমিল্লার বিভিন্ন মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইএইচ