পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) ২০২৫ এর চতুর্থ ধাপের উদ্বোধন হয়েছে।
রোববার (১৮ মে) সকালে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা উদয়ন একাডেমীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভেড়ামারা উদয়ন একাডেমীর প্রধান শিক্ষক ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়তুল হক।
এসময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা মো. মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা আছাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে ৩৭ জন পুরুষ ও ২৭ জন মহিলা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সদস্য-সদস্যরা উল্লিখিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিআরইউ