সোনাতলায় স্বামীর উপর অভিমান করে বাবার বাড়িতে গৃহবধূর আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৮:৪৩ পিএম

বগুড়ার সোনাতলায় স্বামীর ওপর অভিমান করে বর্ষা খাতুন (১৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

রোববার বেলা সাড়ে ১১টায় বাবার বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল উপজেলার সদর ইউনিয়নের নামাজখালী গ্রাম।

বর্ষা খাতুন নামাজখালী গ্রামের মো. বাদল খাঁনের মেয়ে এবং একই গ্রামের মো. হাসান আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে বর্ষা খাতুন তার বাবার বাড়ির শয়নকক্ষে বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর খোরশেদ সঙ্গীয় ফোর্সসহ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ইএইচ