লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৫:৪৮ পিএম

লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) সকালে কুড়িগ্রাম-লালমনিরহাট সমন্বিত দুদকের একটি টিম ছদ্মবেশে হাসপাতালের বহির্বিভাগে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন শাখায় সেবা ও ব্যবস্থাপনায় একাধিক অসঙ্গতির চিত্র উঠে আসে। বিশেষ করে রোগীদের সরবরাহকৃত খাবারের মান নিয়ে প্রশ্ন তোলে দুদকের সদস্যরা। নিয়ম অনুযায়ী রোগীদের জন্য মাছের প্রতিটি টুকরোর ওজন হওয়া উচিত ৯০ গ্রাম, কিন্তু দুদক টিম পরিমাপে তা পেয়েছে মাত্র ৩০ থেকে ৪০ গ্রাম। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতায় ঘাটতি এবং পরিচ্ছন্নতা কর্মীদের দুর্ব্যবহার সংক্রান্ত অভিযোগও সামনে আসে।

হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম বলেন, ‘১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল সেই পুরনো অবস্থায় রয়েছে। মাত্র ১০০ শয্যার জনবল দিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুদকের পর্যবেক্ষণে যেসব অভিযোগ উঠে এসেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযানের নেতৃত্বে থাকা দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর চৌধুরী মিজান জানান, ‘আমরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করেছি। এসব প্রমাণসহ বিস্তারিত প্রতিবেদন কমিশনের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হবে। কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে নানা অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দুদকের এই অভিযান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন তারা।

বিআরইউ