হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে একটি সক্রিয় জুয়াড়ি চক্রকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে আটককৃতদের শহরে সান্ডার মিছিলের মতো প্রদর্শন করা হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগে শহরজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল থেকে প্রশংসাও মিলেছে।
রোববার সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়ায় লিপ্ত একটি চক্রকে আটক করে সেনাবাহিনী।
পরে চক্রটির সদস্যদের নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে জনসম্মুখে সান্ডার প্রদর্শনের মতো ঘোরানো হয়। এতে জনমনে এক ধরনের সতর্ক বার্তা পৌঁছে যায়।
সচেতন মহলের মতে, জুয়ায় আসক্ত ব্যক্তিরা অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে—যার ফলে শহরে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের হার দিন দিন বেড়ে যাচ্ছে। সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অপরাধ প্রবণতা রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
সূত্র জানিয়েছে, আটককৃতদের ভবিষ্যতে জুয়া থেকে বিরত থাকার মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচ