পোরশায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৮:২৪ পিএম

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের জনৈক নিলটনের চায়ের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে এসআই গাউসুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের পরনে লাল রঙের পায়জামা ও বেলাউজ ছিল। রবিবার দিবাগত রাতের যে কোন সময় মহিলাটি মারা গেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

তদন্তকারী কর্মকর্তা  জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন এবং সোমবার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

বিগত কয়েকদিন ধরে মহিলাটি বন্ধু পাড়া মোড়ে ঘোরাফেরা করছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।

আরএস