ময়মনসিংহে ভিআইপি সড়ক উন্নয়নের নতুন দিগন্ত

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: মে ২০, ২০২৫, ১০:৪৪ এএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন ২ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ভিআইপি এবং জনবহুল এলাকায় সড়ক উন্নয়নের মাধ্যমে যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 

দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে শুরু হয়েছে পুরাতন সড়ক প্রশস্তকরণ এবং আরসিসি (রোলার কম্প্যাক্টেড কংক্রিট) নির্মাণ কাজ।

প্রতিদিন এই ব্যস্ত সড়কে হাজার হাজার মানুষ চলাচল করেন। এ অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে খারাপ সড়কের কারণে ভোগান্তিতে ছিলেন। এবার সিটি কর্পোরেশনের দূরদর্শী পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপে সে দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান "জান্নাত কনস্ট্রাকশন"। 

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া এবং নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম। 

তারা জানান, নতুন এই আরসিসি সড়ক যানবাহন চলাচলে স্বস্তি আনবে, নিরাপত্তা নিশ্চিত করবে এবং বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা দূর করবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন একটি আধুনিকায়ন প্রকল্প এলাকায় শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। উন্নয়ন কার্যক্রমটি এলাকাবাসীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন তারা।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, টেকসই ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নিশ্চিত করতে প্রকল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যাতে জনগণ দীর্ঘমেয়াদে উপকৃত হতে পারেন।

ময়মনসিংহকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইএইচ