চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক মাদক ও সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের রুস্তমপুর পোলের গোড়া এলাকায় ‘সেবা ফাউন্ডেশন’-এর আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. সাইফুল ইসলাম।
প্রধান সমন্বয়ক আল-আমিন মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম পিপিএম।
সভায় ওসি শাহ্ আলম বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন ব্যক্তি মাদকে আসক্ত হলে শুধু সে নয়, তার পুরো পরিবারও ভোগে মানসিক, সামাজিক ও আর্থিক কষ্টে। অপরাধমূলক কর্মকাণ্ডের একটি বড় অংশই মাদক সংশ্লিষ্ট।”
তিনি আরও বলেন, “মাদকের কারণে শরীর ও মন দুটোই ক্ষতিগ্রস্ত হয়। এটি শুধু একটি আসক্তিই নয়, এটি মানুষের ন্যায়-অন্যায়ের বোধ নষ্ট করে দেয়। মাদকের কারণে সন্তান বাবা-মাকে হত্যা করছে, চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ বাড়ছে। সমাজে নেমে আসছে অবক্ষয়।”
ওসি শাহ্ আলম মাদক সেবনের ভয়াবহ শারীরিক পরিণতির কথাও তুলে ধরেন।
তিনি বলেন, “মাদক গ্রহণের ফলে স্মৃতিভ্রম, মানসিক অবসাদ, স্ট্রোক, হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতা দেখা দিতে পারে। ফলে আমাদের সকলকে মাদকবিরোধী আন্দোলনে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে। শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষে একা এই ব্যাধি দমন করা সম্ভব নয়।”
তিনি আরও যোগ করেন, “মাদক এখন শহর ছাড়িয়ে গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে। সস্তা ও সহজলভ্য হওয়ায় কিশোর-তরুণরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবার ভাঙছে, শিক্ষাজীবন ধ্বংস হচ্ছে, সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা ইউনুছ হেলাল, নায়েবে আমির মাওলানা কফিল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও যুবদলের সদস্য সাংবাদিক সোহেল খান, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা মানিক পাটোয়ারী এবং রূপসা উত্তর ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা জামিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আসিক, রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইএইচ