টানা বৃষ্টিতে জকিগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতা

সিলেট ব্যুরো প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৩:৩৮ পিএম

সিলেটের জকিগঞ্জ পৌরসভায় টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। প্রতিটি ওয়ার্ডেই হাঁটুপানি জমে গেছে সড়ক, বাজার এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে কাস্টমস অফিস, উপজেলা ডাকঘর, উপজেলা পশু হাসপাতাল, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা, আলমনগরসহ পৌরসভার বিভিন্ন এলাকায় পানি জমে রয়েছে। দীর্ঘদিন ধরে পৌর এলাকায় পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে পড়ে এবং দিনের পর দিন সড়কে পানি জমে থাকে।

অপরিচ্ছন্ন ড্রেন, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং রাস্তাঘাটের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সমস্যা দিন দিন আরও প্রকট হয়ে উঠছে।

তারা দাবি করেন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক বলেন, “জলাবদ্ধতা নিরসনে পৌরসভা দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। নাগরিকদের দুর্ভোগ লাঘবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ