ব্যারিস্টার ফুয়াদ

রাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা বলার এখতিয়ার কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নেই

মনজুর ই মওলা সাব্বির, নাটোর প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৪:৫২ পিএম

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “রাষ্ট্রের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে সশস্ত্র বাহিনী, আনসার ভিডিপি, র‌্যাব, বিজিবি কিংবা পুলিশ—কোনো আইনশৃঙ্খলা বাহিনীরই কথা বলার এখতিয়ার নেই, ফুলস্টপ।”

শনিবার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আপনি বলেন, ১ জানুয়ারি থেকে নির্বাচিত সরকার দেখতে চান—আপনি কে? এটা রাজনৈতিক দল, ব্যক্তি বা জনগণ বলতে পারে। কিন্তু কোনো বাহিনীর সদস্য তা বলতে পারেন না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, তাই প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে। আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি?”

তিনি আরও বলেন, “সব আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি—আপনারা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করুন। দেশের স্বার্থে কী প্রয়োজন, সেটি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করুন। কোনটা প্রয়োজন, কোনটা নয়—সে বিষয়ে পরামর্শ দিন, কিন্তু রাজনৈতিক বক্তব্য দেবেন না।”

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “ড. ইউনুস সমর্থিত সরকারকে সক্রিয় সব রাজনৈতিক দলই অনুমোদন ও সমর্থন দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান্ডেট পাওয়া সরকার এটি। গত ১৫ বছরে এমন সরকার আসেনি। অথচ কেউ কেউ বলছেন এই সরকারের ম্যান্ডেট নেই—এগুলো ভারতের মতামতের প্রতিফলন। গত ১০ মাসে ভারতের গণমাধ্যমে যেসব কথা শুনছি, তারই পুনরাবৃত্তি হচ্ছে এখানে।”

তিনি বলেন, “১৪০০ শহীদের রক্তের বিনিময়ে আমরা দিল্লির গোলামি থেকে মুক্ত হয়েছি। এখন আবার যদি ভারতকে ফিরিয়ে আনা হয়, সেটি হবে মীরজাফরির মতো একটি কাজ। ফখরুদ্দিন-মঈনউদ্দিন যুগে প্রণব মুখার্জির দরবারে গিয়েই তারা বাংলাদেশকে বিক্রির চেষ্টা করেছিল। এখন আবার একই ষড়যন্ত্র চলছে।”

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “দেশে চাঁদাবাজদের চেহারা পাল্টেছে, কিন্তু চাঁদাবাজি থেমে নেই। আমরা ২০২৪-এর গণঅভ্যুত্থান থেকে আশা করেছিলাম, রাজনৈতিক নেতারা শিক্ষা নেবেন। কিন্তু কোনো মৌলিক পরিবর্তন আসেনি। হাটে-বাজারে চাঁদাবাজি চলতে পারে না। গত ১৭-১৮ বছরে রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ রাস্তায় নামেনি, বরং ছাত্র-জনতার ডাকে জীবন দিয়েছে। এসব পরিবর্তন না হলে আমরা সবাই নিঃশেষ হয়ে যাবো।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ আলম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ