কুমার নদীতে ডুবে কিশোরের মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৭:২৯ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদীতে মাছ ধরতে গিয়ে রিমন হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের কাছাকাছি নদীতে এই দুর্ঘটনা ঘটে। রিমন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রিমন বন্ধুদের সঙ্গে কুমার নদীর মিষ্টি জলে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে অসাবধানতাবশত একটি গভীর গর্তে পড়ে যায়। সাঁতার না জানার পাশাপাশি প্যান্ট পরে থাকার কারণে সে নিজে থেকে পানি থেকে উঠতে পারেনি।

স্থানীয়রা দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদীতে অনুসন্ধান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রিমনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত কিশোরের পরিবার ও আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েছেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

ইএইচ