ফেনী মডেল থানা পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
রোববার বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি থানায় অবস্থান করেন এবং ডিউটি অফিসারের কক্ষে সেবা প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য থানা অফিসার ইনচার্জকে (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান-সহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মরত ফোর্স উপস্থিত ছিলেন।
ইএইচ