দাকোপে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

দাকোপ (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৮:২৮ পিএম

খুলনার দাকোপে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, পানখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান এবং দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস এবং প্রকল্প ব্যবস্থাপক আলমাস হোসেন।

সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ১২ জন সুফলভোগী জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

উল্লেখ্য, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন ও জলজ সম্পদের উপর চাপ হ্রাস করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

ইএইচ