বড়লেখা সীমান্তে পুশইন: ১৭ বছর পর দেশে ফিরলেন ৪৮ বাংলাদেশি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০১:৫৯ পিএম

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরির সময় ভারত থেকে ফেরত আসা ৪৮ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্প্রতিবার (৩ জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল পুঞ্জি সীমান্ত এলাকায় ৫২ বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, চিকিৎসা ও কাজের খোঁজে ৬ মাস থেকে ১৭ বছর আগে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

আটকদের বাড়ি যশোর, কুড়িগ্রাম, বাগেরহাট, বরগুনা, বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তাদের পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, বিজিবি আটককৃত ৪৮ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ স্বজনদের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিআরইউ