মধুপুরে মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)  প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৩:৩০ পিএম

টাঙ্গাইলের মধুপুরে মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী জেসমিন আক্তার। 

সোমবার বিকালে তিনি মধুপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

জানা যায়, মধুপুর পৌর শহরের চাড়ালজানী এলাকার আব্দুল জলিলের মেয়ে জেসমিন আক্তার (২৮) বিল্লাল হোসেনের ছেলে উজ্জলের সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার অভিযোগ করেন, তার স্বামী ট্রাক চালকের সহকারী। সে কারণে শিবরামবাড়ী (রকিবের মোড়) এলাকার ছবুর আলীর ছেলে ড্রাইভার শাহ আলম তাদের বাড়িতে যাতায়াত করত। এ সুবাদে শাহ আলমের সঙ্গে পরিচয় হয় তার। বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে শাহ আলম তাকে একাধিকবার ধর্ষণ করে। বিয়ের আশ্বাস দিয়ে গত ১২ জুলাই তাকে দিয়ে তালাকনামায় স্বাক্ষর করায়।

তিনি আরও জানান, পরে ১৮ জুলাই রাত ১১টার দিকে একইভাবে আবারও ধর্ষণের শিকার হন। বিয়ের কথা বললে শাহ আলম পরদিন ১৯ জুলাই তাকে মধুপুর কাজী অফিসে যেতে বলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি শাহ আলমকে পাননি, ফোনেও যোগাযোগ করতে পারেননি। পরে তার বাড়িতে গিয়ে খোঁজ নিলে জানতে পারেন সে বাড়িতে নেই।

এ ঘটনায় তিনি ৩০ জুলাই টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে আসামিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দিচ্ছে। দুই দিন আগে আসামিপক্ষের লোকজন তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক একটি আপসনামায় সই নেয় এবং তাকে এলাকা ছাড়া করার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার বলেন, “আমি এখন দেড় বছরের মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ইএইচ