বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটি দাবিও পূরণ করেনি। বরং তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। মানহীন কারিকুলামের কারণে গত বছর মাধ্যমিক পর্যায়ে ২৫ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। এখান থেকে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে।”
শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রথম চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর হবে। এতে শিক্ষার মান বাড়বে, জাতি এগিয়ে যাবে।”
শামীম আল মামুন আরও বলেন, “শুধু উন্নয়ন দিয়ে দেশ চলে না। যদি তাই হতো, তাহলে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে বিদায় নিত না। টেকসই উন্নয়নের জন্য একটি শিক্ষিত জাতি গড়ে তোলা জরুরি।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি বেগম নুরুন্নাহার। আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিটিএর উপদেষ্টা আবুল কাশেম, সহ-সভাপতি গোলাম রব্বানী ও মীর মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
ইএইচ