রাজবাড়ী সরকারি কলেজে উপাধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৩:২৮ পিএম

রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে প্রফেসর মো. হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কিছু সক্রিয় সদস্য।

মানববন্ধনে অংশ নিয়ে রাহিত মোল্লা, আনতাফ, তুষার ও রাসেলসহ অন্যান্যরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে গত ২ জুলাই প্রফেসর মো. হাবিবুর রহমানকে রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তিনি এর আগেও ২০১০ সালের ৪ মে থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত প্রায় ১৪ বছর এ কলেজে কর্মরত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, তার পূর্ববর্তী কর্মকালীন সময়ে তিনি নিজেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে নানা সুবিধা ভোগ করেছেন। দাবি করা হয়, তিনি কলেজে থাকা অবস্থায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছেন, জাতীয় দিবসে বক্তৃতাকালে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং বেগম খালেদা জিয়া ছাত্রী নিবাসে ছাত্রলীগপন্থী ছাত্রীদের অনিয়মতান্ত্রিকভাবে সীট বরাদ্দ দিয়েছেন।

তারা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক অবস্থান স্পষ্ট, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামী ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস” এবং ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস”-এ তাঁর বক্তৃতা প্রদান শিক্ষার্থীরা মেনে নেবে না বলেও জানান বক্তারা।

মানববন্ধন শেষে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর অধ্যক্ষের মাধ্যমে ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

ইএইচ