কুড়িগ্রামে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবগঠিত ইউনিট কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রেডক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান নুসরাত সুলতানা।
সভায় তিনি নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে রেডক্রিসেন্টের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ড. আতিক মুজাহিদ এবং সদস্য সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যক্ষ শফিকুল ইসলাম বেবু, মাওলানা আব্দুল মতিন ফারুকী, মাওলানা নিজাম উদ্দীন, আব্দুল আজিজ নাহিদ, মো. মুকুল মিয়া ও রফিকুল হায়দার প্রমুখ।
পরিচিতি সভায় নবগঠিত কমিটির চেয়ারম্যান নুসরাত সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ড. আতিক মুজাহিদসহ অন্যান্য সদস্যরা।
ইএইচ