রোটারি ক্লাব অফ নওয়াপাড়ার রোটারি বর্ষের প্রথম আলোচনা সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৭:৩৫ পিএম

যশোরের অভয়নগরে রোটারি ক্লাব অফ নওয়াপাড়ার ২০২৫–২৬ রোটারি বর্ষের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার রোটারি খোরশেদ আলী মোগল হেলথ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

রোটারিয়ান তৌহিদুর রহমান লিপ্টনের সভাপতিত্বে এবং রোটারিয়ান রনেশ কান্তি মন্ডলের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট অফিসিয়াল রোটারিয়ান পিপি ফজলে রাব্বি মোপাসা এবং বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পিপি শফিয়ার রহমান মল্লিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ নওয়াপাড়ার রোটারিয়ান পিপি আব্দুল আজিজ সরদার, শাহ জালাল হোসেন, জুলফিকার আহমেদ, ডা. আতাহার হোসেন, নুর আলম পাটোয়ারী, রবিউল ইসলাম, শাহ আব্দুল মুকিত জিলানী, আব্দুস সালাম বিশ্বাস ও রিন্টু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স।

সভায় রোটারি ক্লাবের সদস্যবৃন্দ, রোটারেক্ট ও ইন্টারেক্ট সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় ১০ জন নতুন রোটারিয়ানকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।

সভায় রোটারিয়ানরা আগামীর কর্মপরিকল্পনা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ