ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০১:২৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আরফান মুন্সি (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরফান ওই গ্রামের মো. হাতেম মুন্সির ছেলে।

স্থানীয় বাসিন্দা, পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে আরফান। মধ্যরাতে হঠাৎ শরীরে তীব্র ব্যথা ও জ্বালা অনুভব করে পরিবারের সদস্যদের ডেকে তোলে। পরে রাতেই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হাসনাত (দুদুমিয়া) বলেন, আরফানকে ঘুমের মধ্যে সাপে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, রোগীর স্বজনরা জানিয়েছেন, তাকে ঘুমের মধ্যে সাপে কামড়িয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিআরইউ