রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০২:৩৮ পিএম

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের যৌথ উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনবিভাগ) মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন এস. এম. মাসুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।

বক্তারা বলেন, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য মানুষেরই দায় রয়েছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় এখানে বনভূমি সৃষ্টির পর্যাপ্ত জায়গা নেই। তাই সরকারি উদ্যোগে সামাজিক বনায়নের মাধ্যমে বাড়িঘর, ফাঁকা মাঠ, সড়কের পাশে ও অফিস-আদালতের আশপাশে গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।

বক্তারা আরও বলেন, সামাজিক বনায়নের প্রচার ও জনগণকে গাছ লাগাতে উৎসাহিত করতে প্রতিটি জেলা ও উপজেলায় এ ধরনের বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। সামাজিক বনায়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ কর্মসূচি চলমান থাকবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়, যেখানে বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়।

ইএইচ