ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাজাসহ ২ মাদক কারবারি আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১২:৪৪ পিএম

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা থেকে ১২ কেজি গাজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাচপুর হাইওয়ে থানার পুলিশ। 

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মোর্শেদ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পিকআপ ভ্যান দিয়ে মাদক নিয়ে আসতেছে। পরে  লাঙ্গলবন্দ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আঃ হাদি (২৮) ও সাকিনুর (২৬)নামের ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এসময় তাদের হেফাজতে থাকা পিক-আপের ভিতরে থেকে ১২ কিজি গাজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি আ. হাদি, নেত্রকোণা জেলার মারহাট্টা থানার ইসলাম গ্রামের গনি মিয়ার ছেলে। অপর আসামি শাকিনুর লালমনিরহাট জেলার হিরামানিক গ্রামের মকবুল মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আজ সকালে আসামিদের বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে। 

বিআরইউ