সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল মধুপুর

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৬:৪৬ পিএম

রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (১২ জুলাই) বিকেলে মধুপুর শিল্প ও বণিক সমিতির নিজস্ব কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনারস চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন ব্যবসায়ীরা।

সমাবেশে বক্তারা বলেন, আজ রাজধানীর বুকে একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে—এটি শুধু তার পরিবারের নয়, দেশের প্রতিটি ব্যবসায়ীর নিরাপত্তার প্রশ্ন।

শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক বলেন, সোহাগ হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। যদি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে দেশের কোথাও একজন ব্যবসায়ীও নিরাপদ নন।

সহসভাপতি জহিরুল ইসলাম মাধু, সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, সহ সম্পাদক হুরমুজ আলী ফকির, স্বপন কুমার সাহা, রবিউল ইসলাম রবি, মোশাররফ হোসেন, মাসুদ রানা, আ. ছালাম ও শাকের আহমেদসহ অন্য নেতারাও বক্তব্য রাখেন।

তারা বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ না হলে এমন ঘটনা আরও বাড়বে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশের প্রতিটি ব্যবসায়ীকে নিরাপত্তা প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিআরইউ