দিনাজপুর লায়ন্স ক্লাব

দায়িত্ব গ্রহণ করলেন প্রেসিডেন্ট আমজাদ ও সেক্রেটারি মোকাররম

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৪:২২ পিএম

দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনের হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে (লায়ন্স ইন্টারন্যাশনাল—জেলা ৩১৫ এ২, বাংলাদেশ) দিনাজপুর লায়ন্স ক্লাবের ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন। 

সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন মঞ্জুর এ রাব্বি।

অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট (ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট) লায়ন বাদশা ইমাম আরাফাত ক্লাবের নিয়ম অনুযায়ী নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. সাইদুর রহমান, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলম, ট্রেজারার লায়ন ডা. ইসতিয়াক চৌধুরী, টেইল টুইস্টার লায়ন মো. হোসেন আলী, ডিরেক্টর লায়ন মো. মোকাররম হোসেন খান, লায়ন এম. এ. খালেক, পাস্ট প্রেসিডেন্ট লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, পাস্ট প্রেসিডেন্ট লায়ন ইকবাল আহমেদ ডন, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মো. শাহেদ রিয়াজ পিম প্রমুখ।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ. ও. আব্দুস সবুর সরকার।

ইএইচ