টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুই বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক প্রতিবন্ধী) বোনকে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার তাদের হাতে সরকারি সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন।
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা দুই বোনকে সহায়তা দেওয়ায় তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
ইউএনও মির্জা জুবায়ের হোসেন বলেন, “প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় এসব পরিবারের পাশে রয়েছে এবং থাকবে।”
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।
ইএইচ